গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়াধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর ক্ষুদ্রসেচ উইং এর আওতায় নির্বাহী প্রকৌশলী (নির্মান), বিএডিসি, রংপুর রিজিয়ন দপ্তর রংপুর শহরের প্রাণ কেন্দ্র সাগরপাড়া, ধাপ –এ রেডিও সেন্টারের পাশে গংগাচড়া রোডে মেডিকেল পূর্ব গেইটে অবস্থিত।
অত্র দপ্তরের আওতায় রংপুর ও নীলফামারী জেলায় ৩ টি জোন অফিস এবং ৮ টি ইউনিট অফিস আছে। জোন অফিস সমূহঃ ১। সহকারী প্রকৌশলী (নির্মাণ), রংপুর জোন, রংপুর, ২। সহকারী প্রকৌশলী (সওকা), রংপুর জোন, রংপুর এবং ৩। সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ), নীলফামারী জোন, নীলফামারী।
১। সহকারী প্রকৌশলী (নির্মাণ), রংপুর জোন, রংপুর এর আওতায় ইউনিট সমূহঃ ক) বদরগঞ্জ ইউনিট (বদরগঞ্জ, তারাগঞ্জ উপজেলা); খ) কাউনিয়া ইউনিট (কাউনিয়া, পীরগাছা উপজেলা)
২। সহকারী প্রকৌশলী (সওকা), রংপুর জোন, রংপুর এর আওতায় ইউনিট সমূহঃ ক) সদর ইউনিট (রংপুর সদর, গংগাচড়া উপজেলা); খ) মিঠাপুকুর ইউনিট (মিঠাপুকুর উপজেলা) এবং গ) পীরগঞ্জ ইউনিট (পীরগঞ্জ উপজেলা)।
৩। সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ), নীলফামারী জোন, নীলফামারী এর আওতায় ইউনিট সমূহঃ ক) সদর ইউনিট (নীলফামারী সদর, সৈয়দপুর উপজেলা); খ) কিশোরগঞ্জ ইউনিট (কিশোরগঞ্জ, জলঢাকা উপজেলা) এবং গ) ডোমার ইউনিট (ডোমার, ডিমলা উপজেলা)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস